রাজশাহী দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে ইসরাইল হোসেন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠছে প্রতিপক্ষের লোকেরা বিরুদ্ধে। ইসরাইল ঝালুকা ইউনিয়নের ১নং ওয়াড ঝালুকা গ্রামের ইউপি সদস্য। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা গ্রামের একটি চায়ের স্টলে এ ঘটনা ঘটে। পরে আহত ইউপি সদস্য ইসরাইলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইউপি সদস্যে ইসরাইল হোসেন রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব শুক্রতার জেরধরে একই গ্রামের প্রতিপক্ষ রাকিবুল ও সাকিব অতর্কিত ভাবে হামলা চালায় তাঁর ওপর। এক পর্যায়ে তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে প্রতিপক্ষের লোকেরা। ঘটনার সময় ইউপি সদস্যেকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা দুই জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা জখম অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ইউপি সদস্যে ইসরাইল হোসেন মুঠোফোনে বলেন, চা স্টলে বসে থাকা অবস্থায় তাঁরা আমাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে তাঁর ডান হাতের কবজ্বি ও হাতের কনুই কেটে গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। মারধরের ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।