ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রূপগঞ্জে সিটি মিলে আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২১-১১-২১ ০৭:৫৬:৩২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনের অটো ডাল এন্ড রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শ্রমিকরা হলেন, হযরত আলী (৫০) ও বেলায়েত হোসেন(৫০)। এখনো আশষ্কাজনক অবস্থায় বার্ণ ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন সিরাজুল ইসলাম (৬০) ও রানা (৩৫) নামের আরো দুই শ্রমিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে ওই কারখানার দগ্ধ চার শ্রমিককে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে একজন ভোরে ও অপরজন সকালে মারা গেছেন। তাদের শরীরের ৯১ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। অপর দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে রূপগঞ্জের রূপসীতে সিটি ইকোনমিক জোনের অটো ডাল এন্ড রাইস মিলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়। আগুনে দগ্ধ হন মিলেন তিন শ্রমিক।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ