ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রূপগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ভাংচুর আহত-৮
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২১-১১-২১ ০৫:৪২:৩৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী মেম্বারের সমর্থকদের সঙ্গে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। গত শনিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাবেক মেম্বার মহিউদ্দিনকে পরাজিত করে মানিক মিয়া বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পর থেকেই বিজয়ী ও পরাজিত প্রার্থীসহ তাদের সমর্থকদের মাঝে বিভিন্ন সময় উত্তেজনা দেখা দেয়। শনিবার রাত ৮টার দিকে বিজয়ী মেম্বার মানিক মিয়ার সমর্থকরা বড়ালু পাড়াগাঁও এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি পরাজিত মেম্বার প্রার্থী মহিউদ্দিনের অফিসের সামনে আসলে দুই পক্ষের সমর্থকরা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের আলতাফ হোসেন, মহিবুর রহমান, সালাউদ্দিন, সাদ্দাম হোসেন, মধুবালাসহ অন্তত আট জন আহত হয়েছেন। এর মধ্যে আলতাফ হোসেন ও মধাবালাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এদিকে, পরাজিত মেম্বার মহিউদ্দিন দাবি করেন, তার অফিসে অতর্কিত হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায় মানিক মিয়ার লোকজন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘঁনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ ফের বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ