ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পাবনায় পুলিশ কনস্টবল নিয়োগের নামে প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২১-১১-২০ ০৮:২৬:৩০
পাবনা জেলা পুলিশে কনস্টেবল নিয়োগ-২০২১ সুষ্ঠ এবং নিরেপেক্ষ করার লক্ষ্যে পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম পাবনা'র নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ ‍সুপার (অপরাধ) এর নেতৃত্বে ডিবি পাবনার একটি দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরচিথুলিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ আনিছুর রহমান(৪২) পিতা-মৃত সোহরাব হোসেন সাং- চড়াচিথৃুলিয়া থানা-শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ কে গ্রেফতার করে। আনিছুর একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য,সে বিভিন্ন বাহিনীতে চাকুরী দেওয়া নাম করে বড় অংকের টাকা/ব্লাক চেক এবং নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে সাধারন চাকুরী প্রাথী ও তাদের অভিভাবকদের সাথে প্রতারণা করে। তার এই প্রতারণার অংশ হিসেবে পাবনা জেলার বেড়া থানার একজন চাকুরী প্রতিযোগীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ২০০০০/- টাকা, ০২ লক্ষ টাকার চেক এবং ছয় লক্ষ টাকার একটি নন জুডিসিয়াল স্ট্যাম্প সম্পাদন করে নেন। পাবনা পুলিশ সুপার এর নিকট এই সংক্রান্তে তথ্য আসা মাত্র অভিযান পরিচালনা করে প্রতারক আনিছুর কে গ্রেফতার করে তার হেফাজত হইতে বিভিন্ন ব্যাংকের চেক এবং নন জুডিসিয়ারি স্ট্যাম্প উদ্ধার করা হয়। উল্রেখ্য এ সংক্রান্তে বেড়া মডেল থানাতে একটি প্রতারনার মামলা, যাহার নং-০৫ তাং-২০/১১/২১ ধারা -১৭০/৪২০/৪০৬ পেনাল কোড রুজু হয়েছে। বর্তমানে উক্ত প্রতারক কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ