নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার (১৫ নভেম্বর) বিকেলে ভোলাব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বাচ্চু মিয়া, বাদশা, ফারুক মিয়াসহ সানাউল্লাহ, সবুজ, গোলাম কিবরিয়া, সেলিম মোল্লা, রহিম মিয়া, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলমগীর হোসেন টিটু গত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন সময়ে দলমত নির্বিশেষে ভোলাব ইউনিয়নের সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছেন। সব সময় ভোলাববাসীর বিপদে-আপদে পাশে ছিলেন। এলাকার অনেক উন্নয়ন করেছেন। এ জন্য ইউনিয়নবাসী আলমগীর হোসেন টিটুকে এবারও বিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যান বানিয়েছেন। পুর্বের ন্যায় আগামী ৫ বছরও এভাবেই ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয় এবং আনন্দ উল্লাস করেন এলাকাবাসী।