বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিনথিয়া
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২১-১১-১৪ ০৮:৫১:১৯
- Print
রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু সিনথিয়া কবিরের। সব ঠিক থাকলে বাবার সঙ্গেই পরীক্ষার হলে যেতো সে। কিন্তু তা আর হলো না, এর আগেই ফজরের নামাজের পর সিনথিয়ার বাবা হুমায়ুন কবির (৪৯) মৃত্যুবরণ করেছেন। বাবার লাশ বাড়িতে রেখে বুকে শোকের পাথর চাপা দিয়ে পরীক্ষা দিতে হয়েছে নিরুপায় সিনথিয়াকে।
নরসিংদীর পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী সিনথিয়ার বাড়ি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পলাশ কুটিরপাড়ায়।
সিনথিয়া এসএসসি পরীক্ষা দিয়েছে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে। তার বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে।
নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবাহারা সিনথিয়া এসএসসি পরীক্ষা দিতে ঘোড়াশাল নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসে। হুমায়ূন কবিরের জানাজা নামাজ রোববার দুপুর আড়াইটার দিকে কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় হুমায়ূন কবিরের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন।
কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। আমরা তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা মনে করি, বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দেওয়াই তার জন্য ভালো।