ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সারা পৃথিবীতে জ্বালানী তেলের দাম বেড়েছে--মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২১-১১-১৪ ০৫:৫৬:৩৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীতে জ্বালানী তেলের দাম বেড়েছে। যেমন পত্রপত্রিকায় দেখলাম যে ভারতের কথা প্রত্রিকায় ওঠলো বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত, কমানোর পরেও আমাদের চেয়ে ভারতে এখনো তেলের দাম বেশি। আমাদের যে দাম তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। কাজেই আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি  হয়তো পুনর্বিবেচনা করতে পারেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে রোববার সকালে  সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ' -এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করে । কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন । এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রদান অতিথির সাথে উপস্থিত ছিলেন। পরে প্রশক্ষণার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। প্রধান অতিথি কৃতী কুচকাওয়াজে অংশ গ্রহণকারী ৩ জন কৃতি প্রশিক্ষনার্থীকে পুরস্কার প্রদান করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা