ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ছাড়াল
  • ডেস্ক রিপোর্ট :
  • ২০২০-০৬-২৮ ২১:৩৬:৪৯

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৫ লাখ দুই হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে এক কোটি এক লাখ ২৯ হাজার ৫৪ জন। তবে আশার কথা হচ্ছে- করোনায় আক্রান্ত প্রায় অর্ধেক মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

সাত মাস আগে ছড়িয়ে পড়া এ ভাইরাসের কারণে বহু দেশ লকডাউন দিয়েছে এবং সারা বিশ্বের অর্থনীতি ও জীবনযাত্রা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম অব্যাহত থাকতে পারে।  

করোনাভাইরাসে এ পর্যন্ত আমেরিকায় ২৫ লাখ ৯৭ হাজার ৩৮৩ জন আক্রান্ত এবং এক লাখ ২৮ হাজার ১৬১ জন মারা গেছে। এরপরে রয়েছে ব্রাজিল। এ দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ১৯ হাজার ২৭৪ জন এবং মারা গেছে ৫৭ হাজার ১৪৯ জন। ব্রিটেনে আক্রান্ত হয়েছে তিন লাখ ১০ হাজার ২৫০ জন এবং ৪৩ হাজার ৫১৪ জন।

তবে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে রাশিয়া ও ভারত ব্রিটেনকে ছাড়িয়ে গেছে। এ দুটি দেশে আক্রান্ত হয়েছে যথাক্রমে পাঁচ লাখ ৩৭ হাজার ৯৫৭ ও ছয় লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যার দিক দিয়ে ইতালি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকো রয়েছে শীর্ষ সাত দেশে।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের