ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজে'র নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা
  • এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি:
  • ২০২১-১১-১৩ ০৬:৫১:৪৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। 

শনিবার দুপুর ২টায় তারা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও জাতির জনকের আত্মার শান্তি কামনায়  দোয়া মোনাজাত করা হয়। 

এ সময় বিএফইিউজের সভাপতি মোঃ ওমর ফারুখ, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলসহ সকল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন