ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পাওয়ার অব ইউনিটি'র আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
  • কুলাউড়া প্রতিনিধিঃ
  • ২০২১-১১-১৩ ০৬:৪১:১২

পাওয়ার অব ইউনিটি ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে  ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ ও আর্থিক সংকটাপন্ন মানুষের ব্লাড গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা ও মহিলা ডাক্তার দ্বারা মহিলা রুগীদের চিকিৎসা (চেকআপ) প্রদান করা হয়েছে। 

ব্রাহ্মণবাজার সিনজি পাম্প সংলগ্ন এলাকায় ১২ নভেম্বর শুক্রবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসেন । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা তানজিদা সুলতানা, শাপলা ব্রিকস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ১ম শ্রেণীর ঠিকাদার জামাল উদ্দিন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ল্যাব টেকনোলজিস্ট সাইদুর রহমান চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক এ কে এম জাবের। 

এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী সামছুন বেগম, তাহমিনা উসমানী, তমা দেব, জাফরিন বেগম, রীমা আক্তার, ইয়াছমিন ঝরনা প্রমুখ। 

পাওয়ার অব ইউনিটি ক্লাবের সকল সদস্যের উদ্যোগ ও আন্তরিক সহযোগীতায় মেডিকেল ক্যাম্প এর আয়োজন করায় বক্তারা তাদের ভূয়সী প্রসংসা করেন।

ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত