ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রূপগঞ্জে ইউপি নির্বাচনে কায়েতপাড়ায় নৌকা, ভোলাবতে সতন্ত্র প্রাথীর বিজয়ী
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২১-১১-১১ ১২:০৮:৩৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথর্ী জাহেদ আলী ১৭ হাজার ৮’শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতীকের সতন্ত্র প্রাথর্ী প্রাথর্ী মিজানুর রহমান ১৭ হাজার ২’শ ২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এদিকে, ভোলাব ইউনিয়নে আনারস প্রতীকের সতন্ত্র প্রাথর্ী আলমগীর হোসেন টিটু ১৫ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথর্ী তায়েবুর রহমান ৪ হাজার ৪’শ ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া কোন প্রাথর্ী না থাকায় চেয়ারম্যান পদে ভুলতা ইউপিতে ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, মুড়াপাড়া ইউপিতে তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউপিতে কামরুল হাসান তুহিন বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্চনের রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা