নরসিংদীর রায়পুরায় নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ‘মোবাইল ফোন’ প্রতীকের জাকির হোসেন। কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।থেমে থেমে সংঘর্ষ চলে। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালাউদ্দিন। এ সময় বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আজ ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দু’গ্রুপের সংঘর্ষে দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। আর কয়জন মারা গেছে তা নিশ্চিত হতে পারিনি।
এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে।