কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সময়ে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড তেতৈয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকতারুজ্জামন পুতু (৩৫)। এ ঘটনায় আরো ৩ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। নিহত পুতু খুরুশকুল ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডাক্তার শাহীন আব্দুর রহমান নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। এর আগে কেন্দ্রের ভিতরে ব্যালটে প্রকাশ্যে শীল দেয়া নিয়ে মেম্বার প্রার্থী শেখ কামাল ও আবুবকর ছিদ্দিক বাবুল সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় তেতৈয়া কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।