ডিজেলের দাম বাড়লেও পেট্রোল-অকটেনের দাম বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি একথা বলেন।
আনিছুর রহমান বলেন, ডিজেলের পর পেট্রোল-অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়ার কথা সঠিক না। পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য আর সামান্য অকটেন আমদানি করা হয়।
তিনি আরও বলেন, আমরা কিছু মিডিয়ায় এমন খবর দেখেছি। এসব খবরের কোনো সত্যতা নেই। সে কারণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বিষয়ে কাজ করছে।