ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১১-০৮ ০৮:২৬:৪৯
ব্রাহ্মণবাড়িয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া কর্মসূচী ২০২১ -২০২২ আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের অন্নদা উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠ পুকুরে জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এ সময় তিনি বলেন, সমগ্র বিশ্বেই সাতার প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। তাই দেশের তরুণ প্রজন্মকে সাতার প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে তাদের বেশী করে প্রশিক্ষন দিতে হবে। এক্ষেত্রে তাদের জন্য প্রতিনিয়ত সাতার প্রতিযোগিতার আয়োজন করতে এবং তাদেরকে সাতারে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তবেই আমরা জেলা পর্যায় থেকে বিশ্বমানের সাতারো খুঁজে পাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়সনের সহসভাপতি আ, ফ, ম কাউসার এমরান। প্রতিযোগিতায় নয়টি উপজেলার ৩৬জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর