ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দিনাজপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৭ ০৪:২৮:৫১

দিনাজপুরে “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও-মানুষের জীবন বাঁচাও”- এই শ্লোগানকে সামনে রেখে চাল, ডাল, ভোজ্য ও জ্বালানী তেল, গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে  মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টার দিকে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ভুক্তভোগী জনসাধারনের  আয়োজনে 
মানববন্ধন কর্মসুচি পালন করা হয় । 

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক রমহতুল্লাহ রহমত, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান,  শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক মেয়র মোঃ সফিকুল হক ছুটু, দোলন চাঁপা’র প্রদীপ ঘোষ, আক্তার আজিজ, সুনীল মজুমদার, মোর্শেদুর রহমান দুলু, মনিরুজ্জামান, জলিল আহমেদ প্রমুখ । 

বক্তারা বলেন, জনগণকে জিম্মি করে চাল, ডাল, ভোজ্য ও জ্বালানী তেলের দাম সরকার বৃদ্ধি করেছে। সাধারন মানুষ জানতে চায় কাদের ষড়যন্ত্রের কারণে সরকার হঠাৎ করে তেলের দাব বৃদ্ধি করেছে। জ্বালানী তেলের দাব বৃদ্ধি হওয়ার কারণে পরিবহন সেক্টর ধর্মঘটে নেমেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যিক সিন্ডিগেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 

বক্তরা আরোও জানান আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি অবিলম্বে চাল, ডাল, তেল ও জ্বালানী তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে। সাধারন মানুষকে কষ্ট দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। মানববন্ধন কর্মসূচীতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা