ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুলাউড়ায় ১৬ প্রতিষ্ঠান পাচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব
  • কুলাউড়া প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৬ ১২:৪৭:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সমগ্র দেশের ন্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি উদ্যোগে কুলাউড়ায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) বরাদ্দ দেয়া হয়েছে। এর পাশাপাশি মহিলা এমপির পক্ষ থেকে আরো ৪ টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বরাদ্দ দেয়া হয়েছে। সংসদ সদস্যের কুলাউড়া অফিসসূত্রে জানা যায়, সিলেট বিভাগে ২য় পর্যায়ে ২৪৭টি ল্যাব স্থাপন করা হবে। এর মধ্যে কুলাউড়াতে এমপি সুলতান মোহাম্মদ আহমদের বরাদ্দকৃত ১৬টি সহ মোট ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরিত পত্র মারফত নিশ্চিত করা হয়েছে। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে সেগুলো হচ্ছে অগ্রণী উচ্চ বিদ্যালয়, টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়, কর্মধা উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয, চৌধুরীবাজার গাউসিয়া সুন্নিয়া কুতুবশাহ দাখিল মাদরাসা, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ, দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদরাসা, হিংগাজিয়া সিনিয়র মাদরাসা, লংলা আধুনিক ডিগ্রী কলেজ, কানিহাটি উচ্চ বিদ্যালয়, তেলিবিল উচ্চ বিদ্যালয়, শ্রীপুর উচ্চ বিদ্যালয়, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ ও নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়। মহিলা এমপির পক্ষ থেকে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা, সিঙ্গুর উচ্চ বিদ্যালয়, শাহজালাল হাই স্কুল, রাউতগাও উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর