ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
লালমনিরহাটে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন
  • লালমনিরহাট প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৬ ০৭:৫৪:৩৮

লালমনিরহাটে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক। দ্বিতীয় ধাপে জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হবে।

উপজেলার দুর্গাপুর ই্উনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ছাত্রলীগের সক্রীয় কর্মী ও বর্তমান আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান নান্নু। তবে ওই ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত প্রাথী বর্তমান চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া সতন্ত্র প্রাথী ফিরোজুর রহমান নান্নু চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন।  

নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান নান্নু শনিবার (৬নভেম্বর) বিকালে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন ছাত্রজীবন থেকেই আমি আওয়ামীগ করছি। প্রথমে ছাত্রলীগ, পরে যুবলীগ এবং  বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছি। তিনি নৌকা প্রতীকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

এদিকে নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে প্রত্যান্ত গ্রামের আঁকা বাকা পথ। গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে দোকানে চায়ের কাপে ঝড় তুলছে মানুষ। আর মাত্র ৪দিন পরেই নির্বাচন। তাই জমে উঠেছে প্রার্থীদের শেষ মহুর্তের প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক শেষে ক্লান্ত হয়ে ফিরছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। 

সাধারন ভোটাররা বলছেন, নির্বাচন সুষ্ট ও নিরাপদ হলে ভোটাররা উৎমবমুখোর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা