ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মৌলভীবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৬ ০৬:৩৬:২২

'বঙ্গবন্ধুর  দর্শন  সমবায়ে উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

মৌলভীবাজার জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের মান সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বিধান চন্দ্র দাস, মাসুকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মৌলভীবাজারে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা