ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দিনাজপুরে পাথরবাহি ট্রাকের চাপায় পথচারী নিহত
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৬ ০৬:৩২:৩৭

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত পাথরবাহি ট্রাকের চাপায় 
ইব্রাহিম হোসেন (৩৬) নামে এক যুবব নিহত হয়েছে। 

আজ শনিবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর শহরের ঢাকা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন(৩৬) বিরামপুর উপজেলার খানপুর ইউপির মনসুর আলীর ছেলে। 

স্থানীয় সংবাদকর্মী তামিম জানান, ইব্রাহিম হোসেন বাইসাইকেল যোগে বিরামপুর শহরের রাস্তা পার এসময় রাস্তার কাজে ব্যবহৃত পাথর বাহি ট্রাকের নিচে চাপা ক্ষত বিক্ষত হয়ে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা  তাড়াতাড়ি করে গুরতর আহত অবস্থায় পথচারী ইব্রাহিম হোসেনকে  উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত  সড়ক দূর্ঘটনার সংবাদ নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা