নানা আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ ৬ নভেম্বর শনিবার সকালে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. শিব শংকর দাস,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. অলি আহাদ,উপজেলা সমবায় সমিতির সভাপতি মো. নূরুল ইসলাম, বিআরডিপির চেয়ারম্যান মো. আশ্রাফুল আলম জনি,নবীনগর থানার ইন্সেপেক্টর মো. রনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় নেতা কাজী মো. তাজুল ইসলাম।
এসময় বক্তারা সমবায় দিবসের প্রান্তিক জনগুষ্টির জীবন মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং নবীনগর উপজেলায় সমবায় কে আরো গতিশীল করার প্রত্যয় ব্যাক্ত করেন।