দুর্বৃত্তের ছুড়া গুলিতে কক্সবাজার জেলা শ্রমিল লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার সহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। ৬নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০ টায় শহরতলীর লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনায় আহত অন্যরা হলেন, শহর সংলগ্ন ঝিলংজা ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ্ সিকদার, স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম এবং কুদরত উল্লাহ্ সিকদারের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার আবু বকর।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানিয়েছেন, রাতে জহিরুল ইসলাম তার ভাই কুদরত উল্লাহ্ সিকদারসহ লিংক রোডস্থ নিজ কার্যালয়ে বসে আলাপ করছিলেন। এক পর্যায়ে ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী দু’টি সি.এন.জি নিয়ে অফিসের সামনে উপস্থিত হয়ে। কিছু বুঝে উঠার আগেই তারা গুলিবর্ষণ করে স্থান ত্যাগ করে। গুলিতে কুদরত উল্লাহ্ সিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় রাত সাড়ে ১২ টার দিকে কুদরত উল্লাহ্ সিকদারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।