ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুলাউড়ায় ৩ বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
  • কুলাউড়া প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৪ ১৩:৩০:৪৭
কুলাউড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন দাখিল, প্রার্থীর সাথে আওয়ামীলীগের কার্যালয়ে উপস্থিতি, প্রার্থীর দোয়া মাহফিল ফেসবুকে পোস্টসহ মনোনয়ন কার্যক্রমে অংশগ্রহন করায় তিন বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কুলাউড়া উপজেলা বিএনপি। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত প্যাডে বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আনার উদ্দিন, ভাটেরা ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক মোঃ আসুক মিয়া, ইউনিয়ন বিএনপির কার্যকারী কমিটির সদস্য মোঃ মোহিবুর রহমান মোহিব-কে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, সোমবার (১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিলের সময় বরমচাল ইউনিয়নের নৌকার প্রার্থী আবুল হোসেন খছরুর সাথে বিএনপি নেতা আনার উদ্দিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । ছবির সত্যতা পাওয়ায় বিএনপি থেকে আনার উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে সোমবার উপজেলার ভাটেরা ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী জুবায়ের সিদ্দিকী সেলিমের মনোনয়ন জমাদানকালে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়ে উপস্থিত হয়ে নৌকার প্রার্থীর দোয়া মাহফিল (স্যোসাল মিডিয়ায় পোস্ট)সহ মনোনয়ন কার্যক্রমে অংশগ্রহন করায় ভাটেরা ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক মোঃ আসুক মিয়া, ও ইউনিয়ন বিএনপির কার্যকারী কমিটির সদস্য মোঃ মোহিবুর রহমান মোহিব-কে বিএনপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ১৪ নভেম্বরের ভিতরে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপযুক্ত কারন দর্শানোতে ব্যর্থ হলে অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে