আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ১৩টি ইউনিয়নে ৭১৬ প্রার্থী এবার মনোনয়ন জমা দিয়েছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬২ জন, সাধারণ সদস্য ৪৯৫ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৪জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেন।
উপজেলার বরমচাল ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন খসরু। ভূকশিমইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়নুল ইসলাম সোহাগ, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন।
ভাটেরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জুবায়ের আহমদ সেলিম, আওয়ামীলীগ বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম ও ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল ইবনে শহীদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল লতিফ খান।
জয়চন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুব, স্বতন্ত্র প্রার্থী আয়েশা সিদ্দিকা।
ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মমদুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ময়নুল হোসেন খান, জাহাঙ্গীর হোসেন এলাইছ ও আকুল মিয়া।
কাদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জাফর আহমদ গিলমান, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোহিত বাবলু, সুলতান খাঁন ও মোঃ জসিম উদ্দিন।
কুলাউড়া সদরে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলীর পক্ষে তাঁর ৪ ছেলে ও প্রস্তাবকারী তাঁর মনোনয়ন জমা দেন। এছাড়া আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোছাদ্দিক আহমদ নোমান, স্বতন্ত্র প্রার্থী জুবের আহমদ খান ও শাহাদাৎ হোসেন চৌধুরী।
রাউৎগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আকবর আলী সোহাগ, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইকবাল ছালাম, এনামুল হক মাহতাব, জামিলুর রহমান চৌধুরী।
টিলাগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুন মিয়া, ওয়াকিব মিয়া, মুহিবুর রহমান, কামাল মিয়া, মোঃ আবুল মিয়া।
হাজিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ বক্স, স্বতন্ত্র প্রার্থী কয়ছর মিয়া, আবুল কাশেম, মোঃ নাজিম উদ্দিন।
শরীফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জনাব আলী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ চিনু মিয়া, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ নছিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান, মোঃ জামাল উদ্দিন ও আকমল।
পৃথিমপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মন্নাফ, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী, মোঃ আব্দুল গাফুর।
কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ রহমান আতিক, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছালাম, মছলু আমিন ও হেলাল মিয়া।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ আহসান ইকবাল বলেন, স্বতঃস্ফুর্ত ৭১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ৪ নভেম্বর বাছাই শেষে এবং ১১ নভেম্বর প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিনি গণমাধ্যমকর্মীসহ কুলাউড়াবাসীর সহযোগিতা কামনা করেন।