ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
পূর্ণিমা চাকমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • রাঙ্গামাটি প্রতিনিধি
  • ২০২১-১১-০১ ১১:০২:৪৪
রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও শিক্ষার্থীরা। সোমবার (০১ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাধনা চাকমা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিধি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ চাকমা প্রমূখ। মানববন্ধনে অভিযোগ করা হয়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কলেজ শিক্ষার্থী পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু হয়। কিন্তু বাড়ির মালিকসহ একটি চক্র এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। উল্লেখ্য, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা (১৯)। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। পড়াশোনার জন্য শহরের রাজবাড়ী এলাকার একটি বাসায় থাকতেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তার ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ