বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১। শনিবার সকালে ‘মুজিববর্ষের পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজের বঙ্গবন্ধু মঞ্চে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এরপর শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর ১২টি থানার কমিউনিটি পুলিশ প্রতিনিধি ও সদস্যরা যোগ দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মোঃ সুজায়েত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজুল আলম বেন্টু, রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী নগর পূজা উদযাপন কমিটির সভাপতি অলোক কুমার দাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ডাঃ মােঃ আব্দুল মান্নান, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর মোঃ হাসিবুল আলম, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, বিপিএম।
সভায় বক্তারা বলেন, ‘পুলিশই জনতা-জনতাই পুলি’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশিং।