দিনাজপুর বীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আলেয়া বেগম (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
আজ শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।
বীরগঞ্জ থানার এসআই আকবর আলীর নেতৃত্বে গত শুক্রবার সন্ধ্যায় এএসআই মোঃ লিটু মিয়া, সুদান চন্দ্র বর্মন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা -গোপালপুর আশ্রয়ণের অভিযান চালায়।
এ সময় মোঃ রুহেল মিয়ার স্ত্রী আলেয়া বেগমের হাতে থাকা দুটি বাজারের ব্যাগে তল্লাশী করে পলিথিন মোড়ানো সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুহেল মিয়া পালিয়ে যায়।
আলেয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী বর্ষা গোপালপুর আশ্রয়ণে জুয়েলের শয়ন ঘরে তল্লাশি চালিয়ে মোট সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য পয়ত্রিশ হাজার টাকা বলে পুলিশ জানায়।
এব্যাপারে এসআই আকবর আলী বাদী হয়ে তিন জনকে আসামী করে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর(ক) ধারার মামলা দায়ের করে আটককৃত মহিলাকে আদালতে প্রেরন করেন।