ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
নবীনগরে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২১-১০-২৮ ০৭:১৩:৫৭

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মানিলন্ডারিং মামলার আসামী আব্দুল্লাহ আল মামুনকে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।


বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ করে।

নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হকের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, পৌর ওয়ার্ড কাউন্সিলর গনী চান মকসুদ, ৪ নং আওয়ামীলীগ সভাপতি, মাহবুর, পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমাদের পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সে মানিলন্ডারিং মামলার আসামী। তার পরিবার জামায়াত- বিএনপির দলের সাথে জড়িত। কালোর টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে অল্প বয়সী যুবককে নৌকা প্রতীকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আমাদের আবেদন তাকে বাদ দিয়ে দলের সিনিয়র ও ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হোক। তা না হলে আমরা ইউনিয়নবাসী আন্দোলন গড়ে তুলব।

এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা ও বনোয়াট। তাদের কাছে কোন প্রমাণ নেই।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ