ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮১ চেয়ারম্যানসহ ৩৬০ জন জয়ী
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-১০-২৭ ২৩:১৮:৪৯

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে ভোটের আগেই ৮১ জন চেয়ারম্যানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৩৬০ জন প্রতিনিধি।


নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এসব জনপ্রতিনিধি একক প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা প্রায় সবাই আওয়ামী লীগের প্রার্থী।

ইসি যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৫৭২, সংরক্ষিত মহিলা পদে ১৯৩ ও সাধারণ সদস্য পদে ১ হাজার ৬৬৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত মহিলা পদে ৭৬ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এই তিন পদে মোট ৩৬০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন বলে জানান তিনি।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা