পাংশার সরিষা ইউনিয়নে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ
- রাজবাড়ী প্রতিনিধি:
-
২০২১-১০-২৪ ১৩:১২:৫০
- Print
পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পিড়ালি পাড়া গ্রামে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পিড়ালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার ওসি মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করের সরিষা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, মাদক থেকে সমাজে সব ধরনের অপরাধের সৃষ্টি হয়৷ তাই মাদক নির্মূলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। কারণ পুলিশ একলা সব কাজ করতে পারে না। আপনাদের সহযোগিতা প্রয়োজন। মাদক বিক্রি হলে আপনি ওসি কে জানান, ওসির নম্বর না থাকলে ৯৯৯ কল দেন। আপনার ফোনে টাকা না থাকলেও কল যাবে। আপনার নাম পরিচয় গোপন রাখা হবে।
সরিষা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস বলেন, এদেশ বঙ্গবন্ধুর দেশ। হিন্দু মুসলিম, বৌদ্ধ খিস্ট্রান সবার রক্ত মিশে আছে এদেশের মাটিতে। তাই সম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে সম্প্রীতি নষ্ট করে কোন লাভ হবে না। আর সরিষা ইউনিয়নে সস্প্রীতির ইউনিয়ন। এখানে কোন সাম্প্রদায়িক সহিংসতা করতে এলে তাদের ঠ্যাং ভেঙ্গে দেয়া হবে। মনে রাখতে হবে এটা বঙ্গবন্ধুর দেশ। আমরা বঙ্গবন্ধুর সৈনিক।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, মাদক ব্যবসাযী বা সন্ত্রাসী যেই হোক আপনারা তাদের সন্ধান পেলে পুলিশকে ফোন করেবন। আমার নম্বর ২৪ ঘন্টা খোলা থাকে। সেটিও না পারলে ৯৯৯ ফোন করবেন। আপনাদের জন্য আমাদের দরজা ২৪ ঘন্টা খোলা। আর যারা সমাজে শান্তি চায়না তারাই সমাজে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে সমাজে অশান্তি সৃষ্টি করে। তাদের প্ররোচনায় পরবেন না। মনে রাখবেন দেশটা আমাদের সকলের।
অনুষ্ঠানে আরো বক্তব্য পাংশা থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, সরিষা ইউনিয়নের বিট অফিসার এসআই আমজাদ হোসেন।