ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ রূপগঞ্জ ওসি এএফএম সায়েদ
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২১-১০-২৪ ০৫:৪৫:৩২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানায় যোগদানের পর মামলার তদন্তে সাফল্য, ক্লুলেস মামলায় রহস্য উন্মোচন, আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নিরাপদ পরিবেশ তুলনামূলক শান্ত পরিবেশ বজায় রাখা, মাদক ও সন্ত্রাস দমনে অবস্থান নেয়াসহ বিভিন্ন দক্ষতায় ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হয়েছে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এসকল কর্মকন্ডের জন্য বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার হাতে পুরস্কৃত তুলে দেন। এ সভায় ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিষয় ভিত্তিক অফিসারদের পুরস্কৃত করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঢাকা রেঞ্জ আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাতে ধন্য হয়েছি। রূপগঞ্জ থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে নির্বাচন করেছেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা