ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কক্সবাজারে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২১-১০-১৯ ১৪:১২:৪৩

সারাদেশের মতো কক্সবাজার জেলাতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সম্প্রীতি সমাবেশের আয়োজন এবং শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। 


আজ মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এর আয়োজন করা হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সভাপতি কাজি সিরাজুল ইসলাম সিদ্দিকী, হিন্দু ধর্মীয় নেতা বিশ্বজিৎ বন্দোপাধ্যায়সহ কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, রঞ্জিত দাশ, তাপস রক্ষিত প্রমুখ। 
সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পরাজিত শত্রুরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে ৭১ এর পূর্বের পরিস্থিতিতে ফিরিয়ে নিতে চায়। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলেই দেশ উন্নত হচ্ছে। তিনি গুজবে কান না দিয়ে দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান। 
সমাবেশ শেষে দেশের প্রধান তিন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি শান্তি শোভাযাত্রা শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে 

 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী