ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ভারতে একদিনে ২রাজ্যে বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৬-২৬ ০১:২০:১৩

ভারতের দুই রাজ্য বিহার এবং উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে ৮৩ জন আর উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে দুই রাজ্য সরকার। দুই রাজ্যে একদিনে এতো মৃত্যুর খবর আগে শোনা যায়নি।

দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়েভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিহারে বজ্রপাতে মারা গেছে ৮৩ জন। এর মধ্যে গোপালগঞ্জ জেরায় মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গিয়েছে। ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে।

এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর জেলায় ২ জন করে মারা গেছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জন করে মৃত্যু হয়েছে।

একইদিনে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২৪ জনের। প্রদেশটির দেওরিয়া জেলায় সব থেকে বেশি মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারও মৃতদের প্রতি ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ