ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • ২০২১-১০-১৮ ১৩:২৮:৫২

"শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস" প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপনে পুস্পস্তবক অর্পন, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।  রাজশাহীর দুর্গাপুর উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন এর পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। 


সকাল ৯ টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা। 
সকাল ১০টায়  প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিবসের শুভ উদ্বোধন করেন। যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্গাপুর উপজেলা সহ সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সম্প্রচারিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেলের জন্মদিনের কাটার মধ্যোদিয়ে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ,  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী। 
উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শ্রী অশোক কুমার, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুর রব, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত