ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ল্যাপটপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্টেডিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ। পরে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া শেষে বিভিন্ন ডিজিটাল ল্যাবের জন্য ল্যাপটপ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য শেখ রাসেল দিবস উপলক্ষ্যে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।