ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কক্সবাজারে বিক্ষোভ প্রদর্শন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২১-১০-১৭ ১২:০৫:৩৬

দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ প্রদর্শন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। 



আজ রোববার বিকেল ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়ে। 
বিক্ষোভ চলাকালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ (ইসকন) এর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন, কক্সবাজার শহরস্থ রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাশ ব্রহ্মচারী। এতে অন্যান্যের মধ্যে অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,  সমীর পাল প্রমুখ বক্তব্য রাখেন। সভাশেষে হিন্দু নেতারা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের  মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী