ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে গৃহবধূকে ঘর উপহার দিয়ে ভাইস-চেয়ারম্যান
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • ২০২১-১০-১৭ ১১:৫৩:১৮

গাজীপুরের কালিয়াকৈরে নিজ অর্থায়নে গৃহহীন এক গৃহবধূকে একটি আধাপাকা ঘর উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ রোববার দুপুরে ওই গৃহবধূকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

ঘর পাওয়া অসহায় গৃহবধূ হলেন, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী ইয়ানুর আক্তার (২৫)।

এলাকাবাসী ও অসহায় গৃহবধূর পরিবার সুত্রে জানা গেছে, ইয়ানুর আক্তার জীবিকার খোঁজে দীর্ঘদিন আগে তার স্বামী-সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। তারা উপজেলার ঠাকুরপাড়া এলাকায় তাদের মামা মোহাম্মদ আলীর বাড়িতে ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করে। তার স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে সাড়ে তিন শতাংশ জমি কিনলেও ঘর করার সামর্থ্য তাদের একে বারেই ছিল না। তাই বাধ্য হয়েই তাকে তার স্বামী রুবেল, দুই শিশু মেয়ে নুসরাত জাহান মরিয়ম (৪) ও ইসরাত জাহান নুছাইরাকে (২) নিয়ে মামার ওই কুড়ে ঘরে থাকতে হতো। শীতের দিনে প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টির দিনে ঘরে পানি পড়তো। অনেক কষ্টে তাদের অসহায় জীবন-যাপন করতে হতো। এছাড়া এখানে নাগরিকত্ব লাভ করলেও নাগরিক সুযোগ-সুবিধা থেকেও তারা প্রায় বঞ্চিত ছিল। এমন খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ তাদের খোঁজ খবর নেন। পরে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে অসহায় ওই গৃহবধূকে একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেন। যার নির্মাণ ব্যয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। রোববার দুপুরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উপহারের ওই ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, সাবেক সভাপতি মান্নান শরীফ, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান বাবুল, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মী ও ওই অসহায় পরিবারের লোকজন। এদিকে অসহায় পরিবারকে ওই ঘর উপহার দিয়ে ওই এলাকায় প্রশংসায় ভাসছেন ওই ভাইস চেয়ারম্যান।
ওই অসহায় গৃহবধূ ইয়ানুর আক্তার বলেন, ১২ বছর আগে এখানে এসে মামার একটা ঘরে বসবাস শুরু করি। ওই ঘরে শীতে ঠান্ডা ও বৃষ্টিতে পানি ঢুকে যেতো। আমরা খুব কষ্টে ছিলাম। সেলিম ভাই আমাকে ঘর উপহার দিয়েছেন। এখন আমরা খুব শান্তিতে ওই ঘরে থাকতে পারবো। 
উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, প্রধানমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহহীনদের ঘর দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয়ের দিক-নিদেশনায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় গৃহবধূকে ওই ঘর উপহার দিয়েছি। এভাবে যুবলীগের উদ্যোগে আশ্রয় কর্মসূচি “জমি আছে ঘর নেই” এমন অসহায় মানুষকে পর্যায়ক্রমে আরো ঘর দেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত