ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
  • ময়মনসিংহ প্রতিনিধি
  • ২০২১-১০-১৬ ১৩:২৪:২৩
দুর্ঘটনা কবলিত বাস

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। 


আজ শনিবার বিকালে উপজেলার চেলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের প্রথমে ত্রিশাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। সেখানে আরও দুইজন মারা যান।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে। তারা হলেন- আজমুল (৩২), সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬) , আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০), হেলেনা (৪০)।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী