ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
নগরকান্দা নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে নৌকা প্রার্থীকে শোকজ
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২১-১০-১৬ ০৬:২৯:৩৬

নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার জাকির হোসেন নিলু কে শোকজ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়ার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। জানাগেছে উক্ত প্রার্থী ১৬ অক্টোবর শনিবার সকাল সড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করতে আসেন। এ সময় তিনি মিছিল সহ লোকজন নিয়ে উপজেলা পরিষদের মধ্যে প্রবেশ করেছেন। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরন বিধি মালায় ১১ নং বিধি লংঘন করা হয়েছে। পত্রে আরো উল্লেখ করা হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে মিছিলের যথাযথ কারন ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদি ব্যাখ্যা সন্তোষজনক না হয় তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরন বিধিমালার ৩১ নং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা