ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
দেবী দুর্গা ভক্তদের কাঁদিয়ে বিদায় নিলেন
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২১-১০-১৫ ১৩:৪৯:৪১
আরতি ও অঞ্জলি, শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের

কেউ কারও গালে, কেউবা কারও কপালে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন। কেউ আবার আলতো ছোঁয়ায় প্রিয়জনকে রাঙাচ্ছেন লাল টুকটুকে সিঁদুরে। 


আজ শুক্রবার বিকেলে সারাদেশের পূজামণ্ডপগুলোতে এভাবেই সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মের নারীরা। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আনন্দ-উৎসবে রাশ টেনে ভক্তদের কাঁদিয়ে বিদায় নেন দেবী দুর্গা।
আজ শুক্রবারের বিকেলটা ছিল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একই সঙ্গে আনন্দের ও বেদনার। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন শুক্রবার  ছিল মহাদশমী। এদিন বিকেলে অনুষ্ঠিত হয় বিসর্জন পূজা। এ সময় ভক্তরা দই ও খই ভোগ দেন। পরে আরতি ও অঞ্জলি, শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের। বিজয়া দশমীতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করা হয়।
রাজশাহী প্রতিনিধি জানায়, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজশাহীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।  নগরীর মুন্নুজান স্কুলের সামনের ঘাট দিয়ে শুরু হয় প্রতিমা বিসর্জন। দুপুর থেকেই মুন্নুজান স্কুল এলাকায় প্রতিমা নিয়ে রাস্তায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার জন্য রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উপস্থিত ছিল। এ সময় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন তদারকি করেন।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ