দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে চালিয়ে ৫৮৪ বোতল ফেন্সিডিল ও ৪২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেটসহ মাদকব্যবসায়ি শাহিন সরদার (২৮) কে গ্রেফতার করেছে র্যাব -১৩ ।
এই সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের আধুনিক মডেলের মাইক্রোবাস জব্দ করেছে । জব্দকৃত মাইক্রেবাসটি হল ঢাকা মেট্রো-চ ৫৩-৩৫৮১ ।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর র্যাব -১৩ এর পক্ষ থেকে র্যাব সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ নিশ্চিত করেছেন ।
আটক মাদককারবারি শাহিন সরদার শরিয়তপুর জেলার গোসাইল উপজেলার পশ্চিম মাইকপাড়ার গ্রামের জহুরুল হক ওরফে সাজ্জাত আবুল কালামের ছেলে ।
দিনাজপুর র্যাব -১৩ কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর গবিন্দ্রপুর ফোরল্যান্ড মহাসড়কের জেলার চিরিরবন্দর পুনট্টি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চকমুসা এলাকায় নীল রঙের একটি মাইক্রোবাস থামাতে বললে সে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পরবতীতে র্যাবের একটি গাড়ী সামনে থাকায় চলন্ত মাইক্রোবাসটিকে আটক করতে সক্রম হই । পরে মাইক্রোবাসটিকে তল্লাসী চালিয়ে প্ল্যাষ্টিক কাগজের সাথে বিশেষ কায়দায় গাড়ীতে রাখা ৫৮৪ বোতল ফেন্সিডিল ও ৪২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি শাহিন সরদার (২৮) কে গ্রেফতার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে যে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে নিজ জেলায় বিক্রি করে । তার বিরুদ্ধে একাধিক জেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে ।
তিনি আরোও বলেন , নতুন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে আসামী করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট শাহিন সরদারকে হস্তান্তর করেছে দিনাজপুর র্যাব -১৩ ।