মৎস্য বিভাগের উদ্দোগে ব্রহ্মপূত্র নদের উলিপুর ইলিশ প্রজনন এলাকায় গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি রিং জাল আটক করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব ডঃ অমিতাভ চক্রবর্তীর উপস্থিতিতে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পালন করেন।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়,সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার,সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম সাথে ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে ব্রহ্মপূত্র নদের পাড়ে আটককৃত ৪'শ মিটার রিং জাল পুড়িয়ে ফেলা হয়।