দিনাজপুরের বিরামপুরে মাইক্রোবাসের চাপায় মোটর সাইকেল আরোহী সুজন হোসেন জয় (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় থাই অ্যালুমিনিয়ামের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেল গুমটি নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।
সুজন হোসেন জয় বিরামপুর পৌর শহরের প‚র্ব জগন্নাথপুর কলোনী পাড়া এলাকার নবাব আলীর ছেলে।
সুজনের ভাই হৃদয় জানান, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিল সুজন।কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘোড়াঘাট রেল গুমটি এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দেয়।এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।
এই বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় সুজনের ডান পায়ের গুরুতর আঘাতে জখম হয়েছে। পা দিয়ে বেশ কিছু রক্তক্ষরণ হয়েছে। রংপুর মেডিক্যালে নেওয়ার পথে সুজন মারা যায়। এ ব্যাপারে বিরামপুরে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।