ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • ২০২১-১০-১৩ ০০:১০:৪৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব নাজমা বেগম বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে। সেজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মী হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করছেন।
তিনি গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি" শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তাবিত ৬ টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির আলী। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি উপপরিচালক মোঃ ইয়াকুব আলী সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণের উপপরিচালক রবিউল হক মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়ামিন হোসেন। এসময় বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যুব সংগঠকরা উপস্থিত ছিলেন। ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি" শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তাবিত ৬ টি প্রকল্প গুলো হলো- যুবকদের জন্য গ্রামে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস করা, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, আত্মকর্মসংস্থান তৈরীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর করতে হবে, উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিনোদন কেন্দ্র। উদ্যোগী যুবকদের আত্মকর্মী হিসেবে তৈরি করা ও অনলাইন ভার্চুয়ালে প্রশিক্ষণ গ্রহণ করা।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা