ঢাকা শনিবার, নভেম্বর ৯, ২০২৪
গুড নেইবারস’র উদ্যোগে শিশু অধিকার বিষয়ক আলোচনা সভা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২১-১০-১৩ ০০:০৬:২৩

‘শিশুঅধিকার বিষয়ক সচেতনতা মুলক সভা’ গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারীর সংগলশীতে অনুষ্ঠিত হয়েছে। 
গুড নেই বারস বাংলাদেশ নীলফামারীর সিডিপি এই কর্মসুচীর আয়োজন করে। আয়োজক সংস্থার বালাপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডিপি ব্যবস্থাপক টমাস মন্ডল। 
‘শিশুর অধিকার নিশ্চিত করা ’বিষয়ক সভায় বক্তব্য দেন সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, সুবর্ণখুলী সরকার ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আজাদ, শিশু পরিষদের সভাপতি লাভলী আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম ওসু-প্রতিবেশি সমবায় সমিতির সভাপতি শারমিন আকতার। 
সভা সঞ্চালনা করেন গুড নেই বারস নীলফামারী সিডিপির সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জাহিদুল ইসলাম। 
জাহিদুল ইসলাম বলেন, বাল্য বিবাহ, শিশু শ্রম ও শিশুর প্রতি সহিংসতা কিভাবে প্রতিরোধ করা যায় এনিয়ে মতামত দেন বক্তারা। 
তিনি বলেন, মুলত ”শিশুর অধিকার” নিশ্চিত করণে সচেতনতার কোন বিকল্প নেই এই ম্যাসেজটি সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। 
শেষে সিডিপি প্রোগ্রাম ইন্টার্ন আরমান ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা শেষ হয়। কর্মসুচীতে শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক, স্বেচ্ছাসেবকসহ শতাধিক ব্যক্তি স্বাস্থ্য বিধি মেনে অংশ গ্রহণ করেন। 

 

আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ৩
সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত
বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে: বিডিইউ উপাচার্য