ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ফুলবাড়ীতে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার
  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • ২০২১-১০-১১ ১০:৩২:১১

ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের আনন্তপুর মাঠেরপাড় গ্রামে মাদকাসক্ত ফুফা কর্তৃক ৫বছরের শিশু ধর্ষণের শিকার। রোববার (১০অক্টোবর) দুপরের দিকে এ ঘটনা ঘটে।  আজ সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ভুক্তভোগীর বাবা আবু কালাম (আবুল কালাম) বাদী হয়ে সোমবার বিকেলে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের আনন্তপুর মাঠেরপাড় গ্রামের হতদরিদ্র কাঠমিস্ত্রী আবু কালাম (আবুল কালাম) এর ৫বছরের শিশুটি বাসার সামনে খেলছিল এ সময় তাকে পার্শ্ববর্তী মোঃ সাত্তার আলীর পুত্র মাদক সম্রাট সাইদুল ইসলাম সম্পর্কে তার ফুফা বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের পর ওই শিশুর হাতে ২০টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নিজ বাসায় ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণার কথা জানালে তার মা বাবা চাচি দাদিসহ কয়েকজন প্রতিবেশী তাকে পরদিন সোমবার কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। এরপর থেকে মাদক সম্রাট লম্পট সাইদুল ইসলাম গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের মমতা বেগম, আয়শা বেগম, ফাতেমা বেগম ও আলেয়া বেগম বলেন, আমাদের শিশুটিকে মাদক সম্রাট সাইদুল ইসলাম বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষক মাদক সম্রাট সাইদুল ইসলাম ও তার ভাই মাদক সম্রাট শাহিনুর রহমান, লাভলু একাধিক মাদক মামলার আসামী তারা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

কাশীপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইদুল যে একজন মাদক কারবারি ও নিজেও মাদক সেবন করে, সেটা সকলেরই জানা। মাদক সেবন করে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তাকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, মামলার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নীলফামারীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা: বরিশাল রেঞ্জের ডিআইজি
রেলওয়ের জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ