ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
চরদিঘলদী ইউপি নির্বাচনে নৌকার মাঝি দেলোয়ার
  • মাধবদী প্রতিনিধি
  • ২০২১-১০-১১ ০৯:৪৪:৩৪

আসন্ন ১১ নভেম্বর নরসিংদী সদর উপজেলায় চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন শাহিন। আজ সোমবার  রাতে দলীয় সূত্রে এ  তথ্য নিশ্চিত হওয়া গেছে । চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেন শাহীন বর্তমানে মাধবদী থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।

দেলোয়ার হোসেন শাহীন আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। নিজেদের মধ্যে মিষ্টি বিতরন করে  আনন্দ উল্লাস করে তারা।

আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেন শাহীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি দলীয় মনোনয়ন পেয়েছি।  এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি ঋণি যারা আমাকে মনোনয়ন পেতে সহযোগিতা করেছেন। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে ইউনিয়নে সকল প্রকার উন্নয়ন করার চেষ্টা করব।

স্থানীয় নেতাকর্মীরা জানান দেলোয়ার হোসেন শাহীন একজন যুবক। সে যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আশা করি ইউনিয়নের উন্নয়ন হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী