ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দুর্গাপুরে আইন-শৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দুর্গাপুর প্রতিনিধি
  • ২০২১-১০-১১ ০৯:৩২:২৭

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ ঘটিকায় দুর্গাপুর উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, বানেছা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী। 
উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক,  উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাপ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পরে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী