ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বরুড়া হাজী নোয়াব আলী বিদ্যালয়ের ভবন উদ্বোধন
  • বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • ২০২১-১০-১১ ০৯:২৭:১২

কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত  ভবন উদ্বোধন আজ সোমবার করেন কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। 

এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া পৌরসভার  মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার আহ্বায়ক আব্দুর রশিদ, ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেদাধ উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, আবু নোমান সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক সকল শিক্ষকবৃন্দ, উপজেলা যুবলীগ নেতা সোহেল সামাদসহ নেতৃবৃন্দ। 

এই সময় স্কুলের প্রধান গেইট থেকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যদের মুখরিত হাত তালি দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানান।নবনির্মত ভবন উদ্ভোধনের পর কুমিল্লা ০৮ আসনে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি স্কুলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন ও স্কুলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়,এই সময় শিক্ষার্থীদের পড়শোনার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষকদের দিক নির্দেশনা দেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী