ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদির খান আর নেই
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-১০-১০ ১৩:৪২:২৪
ফাইল ছবি

পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।  আজ রোববার পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র পিটিভি এ খবর জানায়।

পাকিস্তানকে বিশ্বের প্রথম মুসলিম পরমাণু শক্তিধর দেশ বানানোর কৃতিত্ব এই আবদুল কাদির খানের। নিজ দেশে তিনি জাতীয় বীর হিসেবে নন্দিত। 

কিন্তু পশ্চিমে তিনি নিন্দিত। কারণ তাদের দৃষ্টিতে দুর্বৃত্ত রাষ্ট্রগুলোতে প্রযুক্তি পাচারের জন্য তাকে বিপদজনক হিসেবে মনে করা হতো। 

পিটিভি’র খবরে বলা হয়েছে, ফুসফুসে সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। পাকিস্তানের এই বিজ্ঞানী ১৯৩৬ সালের ১ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। 

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ